সবুজ মাহমুদ : কারো জন্য নিজেকে পরিবর্তন করো না। যে ভালবাসার সে ঠিক তোমাকেই ভালোবাসবে। যে বর্তমান সময়ে তোমার পাশে না থেকে বলবে ‘যোগ্যতা অর্জন করে কিনবা প্রতিষ্ঠিত হয়েই আমাকে চাও, আমি তোমার হবো’। সে হয়তো তোমার নিতান্ত ই একজন শুভাকাঙ্ক্ষী। অনেক ভালো চায় সে তোমার কিন্তু সে প্রকৃতপক্ষে তোমায় ভালোবাসে না।
কারণ সে খুব ভালো ভাবেই জানে যে তাকে ছাঁড়া/তার সাপোর্ট ছাঁড়া তুমি ভালো কিছু করতে পারবে না। সবসময় তার জন্য খারাপ হওয়া মন তোমায় লক্ষ্যভ্রষ্ট করবে। বাংলা প্রবাদে আছে “আশি মণ ঘি ও জোটবে না আর তাই রাঁধাও নাচবে না”।
আর তাই বাংলা আবেগপূর্ণ গান শোনে পাগলামি/মাতলামি না করে জীবনকে সাজাও নতুন করে। নিজ হাতে সাজানো জীবন ভবিষ্যৎ এ ভালো কিছুই দিবে তোমায়।
তোমার ভুলে গেলে চলবে না যে তুমি শুধু একটা মানুষকে পাবার জন্য পৃথিবীতে আসোনি। আরো অনেক কিছুই আছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন গোটা সমাজ তোমার দিকে তাকিয়ে আছে। সবাইকে কাঁদিয়ে মিথ্যা মরিচীকা’র (যে তোমাকে সত্যিকার অর্থে ভালো ই বাসে না) পেছনে অযথা ছোটে জীবনের মূল্যবান সময় গুলো অপচয় করে, ধোঁকে ধোঁকে মরার নাম জীবন নয়। তুমি ই ধবংস হয়ে যাবে.. অথচ অপর প্রান্তে সে থাকবে অনেক ভালো.. অনেক সুখে। কারণ সে তোমাকে ভালো ই বাসেনি কোনদিন। তোমার মতো চিন্তা সে করেনি কখনো ই…!!
এখনো সময় আছে.. নিজের ভালো সমপর্কে জানো।
হ্যাঁ। হয়তো খারাপ লাগছে আমার কথায়। তোমার মনে হতেই ‘এই একজীবনে কেনো আমি আমার ভালোবাসার মানুষ পাবো না”।
আমি বলবো ভালোবাসার মানুষ না সে। সে তোমাকে তার পয়োযনে তোমাকে চেয়েছে …!! একতরফা প্রেম, যার কোন মূল্য ই নেই….!
সিদ্ধান্ত নিতে তুমি ভুল করো না। কেননা ভুল সিদ্ধান্ত তোমায় তিল তিল করে ভুল পথে টেনে নিয়ে যাবে। জীবনের স্বাভাবিক ছন্দপতন হবে…!
তাই, ভালো কিছু সিদ্ধান্ত নাও আর সে গুলো বাস্তবায়ন করো।
জীবনে ভালো কিছুই হবে…