সবুজ মাহমুদ : আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী। মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও জঘন্য হত্যাকাণ্ডের কালিমালিপ্ত, অধ্যায়ও শোকের দিন আজ।
১৯৭৫ সালের এ দিনে মানবতার শত্র“ প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের মুক্তিকামী মানুষের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে হত্যা করে কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করে। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ দুপুর ১টার সময় ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল এর আয়োজন করেন।
শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ১৭ নং ওয়ার্ডে সহ অত্র এলাকায় এতিম, দুঃখী, গরিব ও অসহায় দের মাঝে খাবার বিতরণ করেন উক্ত অনুষ্ঠানটি আলহাজ্ব আজমিরী ওসমানের নির্দেশে,নারায়ণগঞ্জ জল্লার পাড় আমহাট্টা জামে মসজিদ সংলগ্নে, জাহিদুর রহমান সজীবের স্বেচ্ছাসেবক জাতীয় পার্টি সাবেক সাধারণ সম্পাদক, উদ্যোগে ১৭ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল টি অনুষ্ঠিত হয় ।
উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব নান্নু মিয়া, মোহাম্মদ বাহাউদ্দিন মিয়া, হাজী গিয়াস উদ্দিন,
ডাক্তার আব্দুল হাই, মোঃ শফিক, মোঃ হাবিব, মোঃ সিরাজ উদ্দিন, আলহাদ আনিস মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তি গণ।
আব্দুল মজিদ প্রান্তিক কে আহবায়ক ও কামাল কে সদস্যসচিব করে জেলা জিসাস আহবায়ক কমিটি গঠন
প্রভাত বার্তা:নারায়ণগঞ্জ ৪ই নভেম্বর সোমবার নারায়ণগঞ্জ