Probhat Barta

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪, রাত ১১:৩৪ মিনিট

অনুসরণ করুনঃ

জিব্রাইলের পাখা:বদরুল বোরহান

জিব্রাইলের পাখার মতো আমার অনেক পাখা,
এই পৃথিবীর চারিদিকে সাত আসমানে ঢাকা।
মহাশূন্যে উঠে আমি সাত আসমানে ঘুরি,
এ ব্যাপারে আমার সঙ্গে হয় না কারো জুড়ি।

জিব্রাইলের ছয়শো পাখা, আমার হাজার আছে,
সাত আসমান তাই খুব নিকটে লাগে আমার কাছে।
রহস্যময় অনেক কিছু আছে সাত আসমানে,
সে রহস্যের পায় না নাগাল, বোঝে না কেউ মানে।

লক্ষ-কোটি গ্রহ-তারায় সাত আসমান-ই ভরা,
কত্তো কি যে ঘটে থাকে নিত্য অবাক করা।
হামবড়া ভাব বোকা মানুষ পায় না সীমারেখা,
এ কথাটা জানান দিতেই এই কবিতা লেখা।

ঠিকানা-
ফ্ল্যাট নং-৬০২, বিল্ডিং নং-১
জাপান গার্ডেন সিটি
আদাবর, মোহাম্মদপুর
ঢাকা।
মোবাইল-০১৭৯৮ ৪৪৪৫০৩

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: