Probhat Barta

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪, দুপুর ১২:৩৭ মিনিট

অনুসরণ করুনঃ

যানজট নিরসনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী সমাজ

নিজেস্ব প্রতিনিধি :সারা দেশে এখন একটি দুর্ভোগের নাম যানজট। যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একইসাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। শিক্ষার্থী সমাজের কেউ কেউ জানিয়েছেন এই যানজট সৃষ্টি ও দ্রব্যমূল্যে বাজারের পরিস্থিতি বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করছে৷ শুধু দেশেই নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও এই প্রশ্ন উঠে আসবে বলে ধারনা করছেন শিক্ষার্থী সমাজ৷ যা এই মুহূর্তে কখনোই কাম্য নয়৷ দেশের এখনো সুশৃঙ্খল অবস্থানে ফেরা বাকি৷ এমনটিই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আন্দোলনকারী ও সংগঠক নিরব রায়হান। তাই যানজট নিরসনে সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে৷ যেভাবে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচার সরকারকে পতন করেছে ছাত্র-জনতা৷ তেমনি ঐক্যবদ্ধ থেকে দেশের যেকোনো সংস্কারমূলক কাজ তারা করে যাচ্ছেন৷ তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে তারা যানজট নিরসনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন৷

গত ১০ অক্টোবর রাতে পরিকল্পনা করে ১১ অক্টোবর শুক্রবার থেকে যানজট নিরসনের কাজে নামেন তারা। শিক্ষার্থীরা হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার দশমীর দিনে যানজট মুক্ত রেখেছে নারায়ণগঞ্জ শহরকে৷ ঢাকার যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ সহ নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী সাইনবোর্ডেও তারা এই কার্যক্রম পরিচালনা করছেন৷ নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়া, চাষাঢ়া টু পঞ্চবটী রোড, ২নং রেলগেইট, লঞ্চঘাট সহ বন্দর, সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, তারাবো বিশ্বরোড, সোনারগাঁ এলাকায় তারা কাজ করছেন৷ এতে অংশ নিয়েছেন তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, কদমরসূল কলেজ, মিছির আলী কলেজ, কবি নজরুল কলেজ, ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। দশমীর দিনেও যারা এই যানজট নিরসনের জন্য কাজ করেছেন তাদের একটি অংশ হলো– নিরব রায়হান, মাহফুজ খান, রিফাত হোসাইন অন্তূ, যোবায়ের আহমেদ সিয়াম, জুবায়ের আহমেদ, সামিউল খান, তাফাজ্জুলুল হক, শিহাব, তানভীর, রায়হান, আলমগীর, সজীব, হাসান সহ আরও অনেক শিক্ষার্থীরা৷ সাথে যুক্ত থেকেছে এনএসএফ গ্রুপ, এনবিএস গ্রুপ, রোভার অনিকের ‘মানব সেবায় আমরা ছাত্র সমাজ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নিরব রায়হান বলেন যানজট মুক্ত নারায়ণগঞ্জ তো বটেই একইসাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও শীঘ্রই কাজ শুরু হবে ইংশা আল্লাহ। আমরা প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে কিভাবে কাজ করতে পারি এই ব্যাপারে সকলের সাথে আলোচনা করছি। নারায়ণগঞ্জে সহ সারা বাংলাদেশে আমরা সম্মিলিতভাবে সকল সমস্যার সমাধানে কাজ করতে চাই।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: