Probhat Barta

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪, রাত ১১:০৯ মিনিট

অনুসরণ করুনঃ

চেতনার কবি নজরুল:নজরুল ইসলাম শান্তু

নজরুল তুমি চেতনার কবি জাগ্রত মহা-বিশ্বে
তুমি ভুলোক-দ্যুলোক-গোলক ভেদিয়া, আজো সকলের শীর্ষে।
তুমি স্রষ্টার শুভ সৃষ্টি এবং‘ধুমকেতু’ মহা-মানবের
তুমি ‘ অগ্নিবীণা’ ও’ বিষের বাশী’তে দুশমন খুনী দানবের।

তুমি সাম্যের শুভ কাম্যের কবি, বৃটিশ শক্তি পতনের
তুমি বাংলা মায়ের পাঠশালাতে পাঠকের চোখে যতনের।
তুমি কুমারের কুলি-কামারের কবি, মজুরের গেঁয়ো চাষীদের
তুমি ক্ষুধার রাজ্যে প্রতিবাদী ঝড়, কেবল বিশ্ববাসীদের।

তুমি শ্রমজীবী যতো মানুষের কবি, যুদ্ধে শহীদ গাজীদের
তুমি বর্ধমানের কিশোর বালক, চুরুলিয়ার-ঐ কাজীদের।
তুমি অসহায় যতো পথিকের কবি, স্বজনহারা দুখীদের
তুমি পীর-দরবেশ-ভিখারীর কবি, সুখের রাজ্যে সুখিদের।

তুমি জিহাদের পথে ঢাল-তলোয়ার, নবীর বাগান মালীদের
তুমি রাসূল প্রেমিক আবু বকর, ওমর,ওসমান ও আলীদের(রা.)
তুমি আমরণ সদা জাগ্রত কবি সুনাম ধন্য সকলের
তুমি ছন্দ প্রলয় বিরহের কবি, ধ্বংস করেছো নকলের।

তুমি সৈনিক রণ-তূর্যের কবি, তারুণ্যের মহা-জাতকের
তুমি বিশ্বকম্প আইন-আদালত, ফাঁসির আদেশ ঘাতকের।
তুমি ফাগুনের কবি শ্রাবণের দাহ, শ্রদ্ধেয় যতো পাঠকের
তুমি স্বদেশ-প্রদেশ বিশ্বব্যাপীয়া, গান-গজলও নাটকের।

তুমি বিদ্রোহী চির সন্যাসী কবি, অমর বহ্নি ধরণীর
তুমি ‘ দোলন চাঁপা’ চৈতী হাওয়া‘র ও ’ খেয়াপারের তরণী’র।
তুমি‘ছায়ানট’ মহাগ্রন্থের কবি সততার যতো চিহ্ন
তুমি ‘ভাঙ্গার গানে’র বিস্ফোরণে করেছো ছিন্নভিন্ন।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: