Probhat Barta

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪, রাত ১১:৩৪ মিনিট

অনুসরণ করুনঃ

সৃজনশীল সাহিত্য ঘরের ১৯ তম সাহিত্য অনুশীলন অনুষ্ঠিত

প্রভাত বার্তা সাহিত্য বিভাগ :গতকাল ২৩ই সেপ্টেম্বর শুক্রবার সৃজনশীল সাহিত্যঘরের ১৯ তম সাহিত্য অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। পুলিশলাইন টাগারপাড়স্থ মিশরাত হোমিও হেলথ্ কেয়ার – এ সকাল দশটায় সম্মানিত গুণী লেখকবৃন্দগণ উপস্থিত হয়ে উক্ত অনুশীলন পরিপূর্ণ করেন।

কবি নুর জাহান নীরার সভাপতিত্বে ও মনির জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার মুজিবুল হক বাদল, অতিথি হিসেবে উপস্থিত থেকে ছড়া পাঠ ও সাহিত্য আলোচনা করেন নারায়ণগঞ্জ জেলা রাইটার্স ক্লাবের সভাপতি কবি আনিসুল হক হীরা, এম নাজমুল হাসান নারায়ণগঞ্জ জেলা সাহিত্য আড্ডা’র উদ্যোগতা কবি ইকবাল হোসেন রোমেছ, মোঃ নুর ইসলাম বাদল, জামান,মোস্তফা কামাল সোহাগ, মোঃ জান্নাতুল ফেরদৌস, ও আল আমিন বৈরাগী।

প্রধান অতিথি ছড়াকার মুজিবুল হক বাদল নারায়ণগঞ্জ জেলা সাহিত্য নিয়ে ব্যপক ভাবে আলোচনা করেন এতে সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

ছড়াকার মুজিবুল হক বাদল বলেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য প্রেমিদের এক সারিতে এসে দাড়াতে হবে তাহলেই আমরা সাহিত্যের উন্নতি করতে পারবো।যতদিন আমরা নিজ নিজ স্থানে থেকে সাহিত্য করে যাবো ঠিক ততোদিন আমরা পিছিয়ে থাকবো এতে কোনো সন্দেহ নেই।

ছড়া ও কবিতা পাঠের পাশা পাশি আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা রাইটার্স ক্লাব সভাপতি আনিসুল হক হীরা, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য আড্ড’র উদ্যোগতা ইকবাল হোসেন রোমেছ সহ আরো অনেকেই।

সভাপতির সংক্ষিপ্ত আলোচনা ও আগত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: