মুজিব বাংলার শ্রেষ্ট সন্তান
টুঙ্গিপাড়ায় জন্ম ।
যার জন্য এই বাংলার মাটি
হয়েছে আজ ধন্য ।
নেতা নয়কো
মহান নেতা
এই বাংলার
জাতির জনক।
বাঙ্গালীদের জাগায় সাহস ,
জাগায় মনে শক্তি ।
মুজিব তুমি জাতির জনক
রইলো শ্রদ্ধা ভক্তি ।
থমকে গিয়েছিলো
একটি দেশ ।
অভিভাবক হীন করেছে ,
করেছে নিঃশেষ ।
সে রাতের পর
কবির কলমের কালি ফুরিয়েছিলো ।
কবিতার লাইন গুলো
হয়ে আছে অসমাপ্ত ।
একটি জাতিকে
করা হয়েছে পিতৃহীন ।
সে রাতের পর ,
মানুষ মানুষ চিনতে পারে নাহ ।
জাতির স্বপ্ন
ভেঙ্গে যায় সে রাতে ।
জাতি হারিয়েছে তার চোখ ।
যে চোখে ছিলো
একটি সোনার বাংলা স্বপ্ন ।
সে রাতে
১৮টি গু’লি একটি দেহে বিদ্ধ হয়নি ।
বিদ্ধ হয়েছে
একটি জাতির বুকে ।
সে রাতের পর
ঘুমিয়ে গেছে একটি জাতি ।
কেউ আর জাগিয়ে তুলে নি
তারপর ।
সে জাতি পেলো না
তার স্বপ্ন দ্রষ্টাকে
স্বপ্নের সোনার বাংলা দেখাতে ।
সে জাতি হারালো
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালীকে ।
হারালো তার জন্মদাতাকে ।
সে হারানোর রাত
১৫ আগষ্টের রাত ।
দেশ গড়ার কারিগর
গায়ে র’ক্ত মেখে
নিলো চির বিদায় ।
হারিয়ে যাবে না সে কভূ
হৃদজয়ী সে কারিগর ।
বেচে রবে ততদিন ,
যত দিন এই বাংলা আছে ,
যতদিন এই আকাশ বাতাস
বাংলার আছে ।
যতদিন বাঙ্গালী নামের একটি জাতি আসে ।
মুজিব একটি জাতিতে একবারেই আসে।