যে তরী বইছি আমি,
সে তরীর হাল তো আমার কাছে না।
যেদিন গুলো মোর চলে গেছে,
সেদিন গুলো আর ফেরত আসে না।
শিশুকালে নিষ্পাপ ছিলাম।
বড়ো হয়ে পাপী হলাম।
ইচ্ছে করলেও আর কভু,
শিশু হবো না।
যে তরী বইছি আমি,
সে তরীর হাল তো আমার কাছে না।
যেদিন গুলো মোর চলে গেছে,
সেদিন গুলো আর ফেরত আসে না।
দুর্দান্ত যৌবনে আর হবে না কভু,
এ জীবনে ফিরে যাওয়া।
ইচ্ছে করলেও আর কভু,
আঠার বছরের জীবন যাবে না পাওয়া।
যে তরী বইছি আমি,
সে তরীর হাল তো আমার কাছে না।
যেদিন গুলো মোর চলে গেছে,
সেদিন গুলো আর ফেরত আসে না।
একদিন জোর তুফানে ডুবাবে তরী,
কিনার ছাড়া করে।
সেদিন কারো সাধ্য হবে না যে
মোর তরীর হালটা ধরে।
যে তরী বইছি আমি,
সে তরীর হাল তো আমার কাছে না।
যেদিন গুলো মোর চলে গেছে,
সেদিন গুলো আর ফেরত আসে না।যে তরী বইছি
শেক রাতুল হাসান
যে তরী বইছি আমি,
সে তরীর হাল তো আমার কাছে না।
যেদিন গুলো মোর চলে গেছে,
সেদিন গুলো আর ফেরত আসে না।
শিশুকালে নিষ্পাপ ছিলাম।
বড়ো হয়ে পাপী হলাম।
ইচ্ছে করলেও আর কভু,
শিশু হবো না।
যে তরী বইছি আমি,
সে তরীর হাল তো আমার কাছে না।
যেদিন গুলো মোর চলে গেছে,
সেদিন গুলো আর ফেরত আসে না।
দুর্দান্ত যৌবনে আর হবে না কভু,
এ জীবনে ফিরে যাওয়া।
ইচ্ছে করলেও আর কভু,
আঠার বছরের জীবন যাবে না পাওয়া।
যে তরী বইছি আমি,
সে তরীর হাল তো আমার কাছে না।
যেদিন গুলো মোর চলে গেছে,
সেদিন গুলো আর ফেরত আসে না।
একদিন জোর তুফানে ডুবাবে তরী,
কিনার ছাড়া করে।
সেদিন কারো সাধ্য হবে না যে
মোর তরীর হালটা ধরে।
যে তরী বইছি আমি,
সে তরীর হাল তো আমার কাছে না।
যেদিন গুলো মোর চলে গেছে,
সেদিন গুলো আর ফেরত আসে না।