Probhat Barta

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪, রাত ১১:৪১ মিনিট

অনুসরণ করুনঃ

ভারত থেকে ট্রাকে বাংলাদেশে অস্ত্র পাঠাতেন তিনি, অবশেষে গ্রেপ্তার

বাংলাদেশে ট্রাকে করে অস্ত্র পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

গ্রেপ্তার বিশ্বনাথ বিশ্বাস পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ার ধানতলার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে আনন্দবাজার জানায়, দক্ষিণ বিধাননগর থানার চিংড়িঘাটা থেকে গ্রেপ্তার হওয়া বিশ্বনাথ বাংলাদেশে অস্ত্র পাঠাতেন। তিনি এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করতেন। কয়েক বছর ধরে তিনি ওই কাজ করছিলেন বলে প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন।

এক তদন্ত কর্মকর্তা জানান, বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে বেআইনি অস্ত্র বাংলাদেশে পাচার করা হতো। একটি অস্ত্রের জন্য বাংলাদেশ থেকে ৫০ থেকে ৭০ হাজার টাকা পেতেন বিশ্বনাথ।

স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানিয়েছে, বাংলাদেশ থেকে পণ্যবোঝাই যে লরি বা ট্রাক পশ্চিমবঙ্গে প্রবেশ করে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে, সেগুলোই ফিরে যাওয়ার সময়ে অস্ত্র নিয়ে যায়। প্রথমে বিহার থেকে আধা স্বয়ংক্রিয় পিস্তলের মতো দেশি অস্ত্র কিনে এ রাজ্যে নিয়ে আসা হয়। সেই অস্ত্র বাংলাদেশে পাঠাতেন বিশ্বনাথ।

গত ৩১ আগস্ট দক্ষিণ বিধাননগর থানার চিংড়িঘাটার কাছে জলবায়ু বিহারে অভিযান চালিয়ে বিশ্বনাথকে গ্রেপ্তার করে এসটিএফ। তাঁর কাছ থেকে একটি আধা স্বয়ংক্রিয় পিস্তল, ২৫টি কার্তুজ উদ্ধার করেন তদন্তকারীরা।

এর আগেও পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের অভিযোগ সামনে এসেছিল। অভিযোগ, অস্ত্র পাচারের বিনিময়ে বাংলাদেশ থেকে জাল নোট পাচার হতো পশ্চিমবঙ্গে। তবে এবার গ্রেপ্তার হওয়া বিশ্বনাথের সঙ্গে জাল নোট চক্রের কোনো যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: