নিজস্ব প্রতিবেদক:ফতুল্লার মাদক কারবারিরা। প্রকাশ্যে ফতুল্লার রামারবাগ, লালখাঁর মোড়, সেহাচর তক্কার মাঠ, সেহাচর পিটি আই ভবন, বুড়ির গ্রেজসহ আশপাশের এলাকায় জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে হত্যা,অস্ত্র,ডাকাতি,মাদক সহ ডজন খানেক মামলার আসামী ডাকাত সাহবুদ্দিন ও ডাকাত মিঠু ।আর দিন দিন মাদক সেবনের ভয়াবহতা বাড়ছে এলাকাজুড়ে।
ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে একে একে মাদক সম্রাট ধরা পড়লেও একাধিক মামলার আসামী শীর্ষ মাদক সম্রাট ডাকাত সাহবুদ্দিন ও ডাকাত মিঠু এই দুই মাদক ব্যবসায়ী এখনও ধরা ছোঁয়ার বাইরে ! এদের খুটির জোর কোথায় ?
এ অবস্থায় মাদক ব্যবসায়ী ডাকাত সাহবুদ্দিন ও ডাকাত মিঠু কাছে জিম্মি হয়ে পড়েছে ফতুল্লার রামারবাগ, লালখাঁর মোড়, সেহাচর তক্কার মাঠ, সেহাচর পিটি আই ভবন, বুড়ির গ্রেজসহ আশেপাশের বাসিন্দারা। মাদক বিরোধী অভিযানে পুলিশের রহস্যজনক অসহায়ত্বের কারণে এই দুই মাদক বিক্রেতা এখন আরো বেপোরোয়া হয়ে উঠছে । আর মাদকের টাকা জোগাড় করতে মাদকসেবিরা নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে। এসব মাদক হাতের নাগালে পেয়ে ধ্বংসের ধারপান্তে ধাবিত হচ্ছে যুব সমাজ। মাদক সেবন করতে গিয়ে অনেক কিশোর, তরুন জড়িয়ে পড়েছে বিভিন্ন অপরাধে।
এই মরণ নেশা মাদক কুড়ে কুড়ে খাচ্ছে যুব সমাজ। নেশায় বুঁদ উঠতি যুবক অন্ধকার পথে ছুটছে প্রতিদিন। প্রশাসনের নজরদারির মধ্যেও থেমে নেই মাদকের আগ্রাসন। বরং দিনকে দিন বেড়েই চলছে এই দুই মাদক কারবারির দৌরাত্ম।মাদক ক্রেতা-বিক্রেতার অবাধ বিচরণে ভয়ংঙ্কর হয়ে উঠে পুরো এলাকা।
এ বিষয়ে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা এলাকার যুবসমাজকে মাদকের হাত থেকে বাচাতে এই চিহ্নিত শীর্ষ মাদক সম্রাট ডাকাত সাহবুদ্দিন ও ডাকাত মিঠু এই দুই মাদক ব্যবসায়ীকে জরুরী ভাবে গ্রেফতার করার জন্য পুলিশ সুপারের আশুহস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।