ফতুল্লা প্রতিনিধি :ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে চুরি হওয়া অটোরিক্সা ছিনতাই চক্রের মুল হোতা ওয়াসিম (৩২)পিতা নুরুল ইসলাম (৫২) এখনো ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে বলে অভিযোগ করেন এলাকার সাধারণ মানুষ।
গত ৩ই ফেব্রুয়ারী ওয়াসিমের দুইজন সহযোগী পুলিশের হাতে গ্রেফতার হলেও এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্র ছায়ায় বেড়ে উঠা ওয়াসিম,এখনো তার অন্য সঙ্গীদের ধারা ছিনতাইয়ের মত আরো অনেক অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে দাপা ইদ্রাকপুরের সাধারণ মানুষ জানায়।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা দাপা ইদ্রাকপুর কবরস্থান রোডের ওয়াসীমের বাড়ীর ভাড়াটিয়া মৃত আব্দুল সামাদের পুত্র সুজন(২২) ও একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র রাজু(২২)। শুক্রবার রাতে তাদের কে দাপা ইদ্রাকপুর থেকে ৩ই ফেব্রুয়ারী গ্রেফতার করে পুলিশ।
দাপা ইদ্রাকপুর এলাকাবাসী মনে করেন ফতুল্লা মডেল থানার ওসি একটু সুনজর দিলেই এই এলাকার সকল অপকর্মে লিপ্ত অপরাধীরা এলাকা ছেড়ে পালিয়ে যাবে বলে মনে করেন।
এই ওয়াসিম শুধু অটোরিক্সা ছিনতাই চক্রে সীমাবদ্ধ নয় সে তার লোকবল দিয়ে মোবাইল ছিনতাই এমন কি মাদক ও বিক্রি করে থাকে।
ওয়াসিমের বিরুদ্ধে এলাকার লোকজন প্রতিবাদ করলে ওয়াসিম থানায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করে বলে জানায় এলাকার ভুক্তভোগী লোকজন।
এলাকাবাসী জানান ওয়াসিমের পরিবারের সকলেই কোনো না কোনো অপরাধে জড়িত রয়েছে সেটা ফতুল্লা থানা ওসির মাধ্যমে তদন্ত করলেই সব প্রমাণ পেয়ে যাবে যে ওয়াসিমের পরিবারের সবাই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত।
ওয়াসিম কে গ্রেফতার করার জন্য এলাকাবাসী দ্রুতহস্তক্ষেপ কামনা করেছেন।