নারী তুমি শুভ্র অতি,
জাগো মহামায়া।।
পরো দৃষ্টি নিবে অতি,
তোমার সে ছায়া।।
দেহ দেখে পরো নরে,
ধর্মে কিগো সয়?
জীবন গেলে মাপা সেই,
সমাজ কি কয়?
নারী তুমি পর্দা ধরো,
থাকো আত্ম ঘর!
দেখাদেখি বন্ধ করো,
হও দুষ্টের পর!
জীবন খানি গল্প সেই,
কর্মে যত ভালো।
শেষবেলা লেখা হবে,
সেই যে ছিলো আলো।
নারী তুমি সর্বশক্তি,
ভুলে যারা যায়,
লক্ষ্মী ছাড়ে সে সংসার,
অলক্ষ্মীতে পায়।