যতদিন পর্যন্ত;
এই লাল-সবুজের অন্তপুরে কাল-শকুনের আবাদ হবে,
জাল দলিলে বউ তালাকের মৌ-বাজারটা নিলাম হবে!
বীরজারাদের জননতন্ত্র ভাল্লুকেরা ছিড়ে খাবে
দুধ পরীদের কচিদেহে দেবদূতেরা কামুক হবে
তদারকির তদন্তকাল আজন্মকাল বাড়তে রবে
রাষ্ট্রযন্ত্রের জায়নামাজে জঙ্গীবাদের হলি হবে
আমলাতন্ত্রের বুটের তলায় গণতন্ত্র পিষ্ট হবে
সুরক্ষিত পিলখানাতে স্বাধীনতার মাতম হবে
গণমতের শাপলা চত্বর গণহত্যার প্যাসেজ হবে
শিক্ষাঙ্গনে ব্রেকিংনিউজ প্রতিদিনই প্রচার হবে
লুটতরাজদের কালোথাবায় অর্থনীতি ধ্বংস হবে
বুলেটবিদ্ধ ব্যালট দিয়ে ভোটাধিকার শুদ্ধ হবে
সুইস ব্যাংকের বলিষ্টতায় দারিদ্রতা মুক্ত হবে
মাঠে-ঘাটে কিষাণ-মজুর আত্মহত্যা করে যাবে
পুঁজিবাদের ভরা সিন্ধুক ঘাড়ের উপর চেপে রবে
দুধের শিশু ক্রোধের মুখে মাতৃগর্ভেই মরে যাবে
বোধের ভ্রমে অকালবোধের খেয়াতরী ডুবে যাবে
দিনদুপুরে দীনহীনদের ন্যায্যাধিকার হরণ হবে
ধরমশালায় ধর্মহীনদের বরণমাল্যে স্মরণ হবে
রাজদণ্ডটা রাজন্যদের আত্মরক্ষার কবচ হবে;
ততদিন পর্যন্ত,
ততদিন পর্যন্ত,
ততদিন পর্যন্ত, কলম চলবে৷
অক্ষরে অক্ষরে বেজে উঠবে স্বাক্ষরের রণতূর্য,
শব্দে বাক্যে জেগে উঠবে বিদ্রোহের পণবুর্জ,
গল্প কবিতায় প্রকম্পিত হবে শোষিতের অগ্নিশ্বাস,
প্রচ্ছদ ক্যানভাসে ভেসে উঠবে প্রলয়ের নগ্নোল্লাস
পংক্তি অনুপ্রাসে ধ্বনিত হবে মৃত্যুকামী স্লোগান,
ছন্দে-প্রবন্ধে উড়ে যাবে দ্বন্দ্বের বিপণী বিতান;
দাড়ি ক্ষমা কোলনে ব্রাকেটবন্দী হবে ইতিহাস,
প্রজন্মের আগামী হবে কলমের অন্তিমকালের স্বপ্নখচিত অভিলাষ৷
পিশাচের বেদীতে বিদ্রোহের প্রলয়শিখা জ্বালতে
কলম কালে কালে মহাকালকে ডেকে এনেছে,
সময়ের বিপ্লবী প্রহেলিকায় উদিচীর মালঞ্চ গড়তে
অস্তগামীর হস্তরেখায় প্রলয়ের জয়টিকা এঁকেছে,
রণক্লান্ত সময়ের অনুচক্রিকায় পীতল গরম ঢালতে
কালান্তরের জঠর খুড়ে ক্ষুদিরামদের ডেকেছে৷
কলম,
যুগেযুগে এভাবেই আচড় কেটেছে যুগের যুগপৎ-এ;
যেতে যেতে রাজপথে লিখে গেছে মুক্তির শ্বেতপত্র,
সময়ের দেয়ালে এঁকে গেছে অসময়ের চালচিত্র৷
লৌকিকের পাঁজরে বিমূর্ত প্রতীক যত দানবতার,
কলম সেথায় রণিত করেছে, সভ্যতা শুধু মানবতার৷
কলম,
বিলুপ্তির গর্ভে রোপন করে যায় অলুপ্তির বিপ্লবী ভ্রুণ,
বসুধার যত অনির্বাণ ইতিহাস
অভিধার যত কবিতা উপন্যাস
সে আর কিছু নয়, শত বিক্ষত কলমেরই জখমী খুন৷