প্রভাত বার্তা :শান্তির পৃথিবী চাই, শুদ্ধাচারী স্বদেশ চাই এই শ্লোগানকে সামনে রেখে ৩১ ডিসেম্বর একবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস ২০২২ ও দরিয়ানগর আন্তর্জাতিক কবিতামেলা ২০২২-২০২৩ সফল হোক এ আহ্বানে শহরের চাষাড়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১১টায় কবিতার শান্তিযাত্রা ও পথসভা’র আয়োজন করেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ।
আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর আহবায়ক কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু এর সভাপতিত্বে কবি ও লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম ভূইয়া, আল আশরাফ বিন্দু, ডাঃ কাজী মোস্তাফিজুর রহমান, মো. হুমায়ন কবির, মোহাম্মদ আল মনির, সালমা ডলি, খন্দকার মাসুদুর রহমান দীপু, মো. জামিল হোসেন, আবুল কালাম আজাদ, মামুন বাবুল, সাঈদ দেলোয়ার, আল আজাহার, তাছলিমা আক্তার, নাজমুল হোসাইন খান, মো. লিয়াকত, সাজ্জাদ আহম্মেদ খোকন, বদরুজ্জামান রতন, জয়ারানী দাসসহ প্রমূখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ফরিদুল মাইয়ান।
উপস্থিত কবিগন তাদের বক্তব্যে ৩১ ডিসেম্বরকে আন্তর্জাতিক লেখক দিবস হিসেবে ঘোষণার দাবী জানান।তাঁরা আরো দাবী তুলে ধরে বলেন, সরকারি ভাবে যেনো লেখকদের এ দাবী পুরন করে বিশ্বব্যাপী একসাথে লেখকদের উৎসব মূখর পরিবেশ তৈরি করেন। এ ছাড়াও সরকারি ভাবে লেখকদের তালিকা তৈরি করার আহব্বান জানান।