প্রভাত বার্তা সাহিত্য বিভাগ:বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বই মেলায় ইংল্যান্ড প্রবাসী শামীম আহমদ এর প্রকাণ্ড এক তৃষ্ণার শাবক বাসিয়া প্রকাশনী ৪৩৬নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে।
শামীম ১৯৬৮ সালের ১৫ই ডিসেম্বর সিলেট শহরের পশ্চিম চৌকিদেখি ইলাশকান্দিতে জন্মগ্রহণ করেন পিতা মরহুম আব্দুল হাসিম মাতা জোবায়দা খানম।
শামীম আহমদ বর্তমানে স্বপরিবারে ইংল্যান্ডের বাসিন্দা হিসেবে বসবাস অরছেন।
শামীম আহমদ লেখালেখি শুরু শৈশব থেকে প্রথম কবিতা প্রকাশিত হয় যুগভেরীতে ১৯৮৪ সালে।
শামীম আহমদ এর প্রকাশিত বই চেতনা প্রথম কাব্যগ্রন্থ প্রকাশকাল ১৯৯৩ পরে ক্রমান্নয়ে পথিক,মুছে যাওয়া পদচিহ্ন,আগুনের সংলাপ,নপুংসক নগরে,বাতাসের পায়ে শব্দের ঘুঙুর,বিন্দু থেকে বৃত্ত,তৃষিত লণ্ঠন,তুষারের জঠরে অগ্নি বীজ ২০২৩ সালের অমর একুশে বই মেলায় প্রকাশ হলো প্রকাণ্ড এক তৃষ্ণার শাবক।
শামীম আহমদ এর অসংখ্য যৌথ কাব্য সংকলন রয়েছে তার মধ্যে বসন্ত বিন্যাস অন্যতম।শামীম আহমদ দেশের বিভিন্ন দৈনিকে নিয়মিত লেখা লেখি করে থাকেন।