Probhat Barta

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪, রাত ১১:৫১ মিনিট

অনুসরণ করুনঃ

অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে হালিম নজরুল’র লেখা গল্পগ্রন্থ মানুষ হবার মন্ত্র শিখি

প্রভাত বার্তা:অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে হালিম নজরুল’র লেখা গল্পগ্রন্থ মানুষ হবার মন্ত্র শিখি বইটি এখন পাওয়া যাচ্ছে প্রতিভা প্রকাশনীর ২০৯,২১০,২১১ নাম্বার স্টলে।

হালিম নজরুল’র লেখা ও পরিচিতি নিচে দেওয়া হলো

হ্যাঁ ঠিক বলেছেন। আমি সবকিছুতেই সেরা হতে চাই। আমার বাবা-মা’ও চাই আমি সবক্ষেত্রে সেরা হই।
– কিন্তু এটা ঠিক নয় রাজিন। সবাই কেবল সেরা হতে চায়। কিন্তু কেউ মনে রাখে না যে, সবক্ষেত্রে সেরা হবার চেয়ে একজন সত্যিকারের মানুষ হওয়া উত্তম ও জরুরি।
– তাহলে সেরারা কি মানুষ নয়!
– সেরা হলেই সত্যিকারের মানুষ হওয়া যায় না। এই শহরে বহু লোক আছে যারা জীবনের কোন না কোন ক্ষেত্রে সেরা ছিল বা আছে, কিন্তু তাদেরকে আমরা অমানুষ বলি। কেননা মানবিক গুণাবলীর চেয়ে তাদের মধ্যে পশুত্বের গুণাগুণ বেশি। তাদের দ্বারা মানুষের কোন উপকার তো দূরের কথা, ক্ষতিই বেশি হয়। সত্যিকারের মানুষেরা কখনো কারো ক্ষতি করে না, কাউকে ছোট করে না, সবাইকে সন্মান করে, মানুষের কল্যাণে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে চায়। তুমি সত্যিকারের মানুষ হতে পারলেই সবার উপরে উঠতে পারবে।
– আহ কি সুন্দর কথা! তাহলে আমি সত্যিকারের মানুষই হতে চাই। বলুন তো সেজন্য আমাকে কি করতে হবে।”

হ্যাঁ প্রতিটি শিশুই সত্যিকারের মানুষ হিসাবে গড়ে উঠতে চায়। প্রতিটি মা-বাবাও চায় তার সন্তান সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাক। কিন্তু সত্যিকারের মানুষ হওয়া তো আর সহজ কথা নয়। সেজন্য প্রয়োজন সঠিক পথ ধরে এগিয়ে যাওয়া। আর তাই আলোর সিঁড়ি বেয়ে সাফল্যের আকাশে পৌঁছবার মন্ত্র নিয়ে লেখক হালিম নজরুল নিপূণ দক্ষতায় নির্মাণ করেছেন অসাধারণ গল্পের বই “মানুষ হওয়ার মন্ত্র শিখি”। শিশু-কিশোরদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও শিক্ষণীয় ১২টি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে গল্পগ্রন্থটি। বইটি শিশুকিশোরদের মানসিক বিকাশের পাশাপাশি জ্ঞান আহরণ ও বিনোদনের যথেষ্ট সহায়ক হবে বলে মনে করি।

হালিম নজরুল
পিতা : রিয়াজ উদ্দীন আহমেদ, মাতা : আনোয়ারা বেগম। জন্ম : ২১ নভেম্বর, বাঁশবাড়িয়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
শিক্ষাজীবন কাটিয়েছেন- শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ (পর্দাথবিদ্যা বিভাগ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
লেখালেখি করছেন দেশ বিদেশের জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকায়। সাহিত্যে বিশেষ অবদানের জন্য মিতালী সাহিত্য সম্মাননা ২০১২, মা মাটি মানুষ সাহিত্য সম্মাননা ২০১৫, সাহিত্যবিশারদ মোশারফ হোসেন সম্মাননা ২০১৬ ও কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন।

প্রকাশিত বই-মিষ্টি করে বৃষ্টি এলো (কিশোর কবিতা), পতাকা আমার ঘুড়ি (কিশোর কবিতা), অংকে ফড়িং (কিশোর কবিতা),
স্বপ্ন বৃক্ষের বেড়ে ওঠা (কাব্যগ্রন্থ) উঠে দাঁড়াও সভ্যতা (কাব্যগ্রন্থ), দুরবিনে দুঃখ বাড়ে (কাব্যগ্রন্থ), অবাক হব না, বিদ্রোহী হব (কাব্যগ্রন্থ),গ্রহণকালের প্রেম (কাব্যগ্রন্থ), ভূত রাজ্যে ম্যাজিকমামা (কিশোর গল্পগ্রন্থ),ভূতের স্কুল (কিশোর গল্পগ্রন্থ),এসো এই গাঁয়ে (কিশোর কবিতা), বাংলাদেশের চিড়িয়াখানা (ফিচারধর্মী গ্রন্থ)

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: