Probhat Barta

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪, রাত ১১:২৩ মিনিট

অনুসরণ করুনঃ

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন,আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের উদ্যোগে তিন কবির জন্মোৎসব পালিত

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন ও আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের উদ্যোগে কবিও ছড়াকার সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু,লেখক, গবেষক,বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোস্তাফিজুর রহমান ও কবি শম্পা ইসলামের জন্মোৎসব কাজী নাজিমুদ্দিন সুমনের সভাপতিত্বে ও কবি নিরব রায়হানের সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আজ শুক্রবার সকাল ১০ টার সময় অনুষ্ঠিত হয়
অনুষ্ঠান শেষে সম্মিলিত ফটোসেশন
উক্ত জন্মোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান নিজামি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজান মিলকী,কবি মামুন হোসেন,নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর সভাপতি ইকবাল হোসেন রোমেছ, কবি ও ছাড়াকার নজরুল ইসলাম শান্তু, দৈনিক বিজয় পত্রিকার সহ-সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান।

জন্মোৎসব অনুষ্ঠান উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃআমির হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ বশির আহমেদ তুষার,অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আমিনুল ইসলাম মামুন ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যপ্রেমী সোনিয়া আহমেদ, কবি ও সাংবাদিক ইয়াকুব কামাল,কবি ইমরান খান, শিশু কবি আব্দুল্লাহ ইবনে ওমর,কবি মোঃ আবুল কাসেম,কবি এস.এ. বিপ্লব, কবি জয়নুল আবেদীন জয়,কবি এম আর সেলিম, কবি নুরজাহান নীরা,কবি ও নাট্যকার সজিব আনোয়ার কবি শুক্কুর মাহমুদ জুয়েল, মোঃ নেয়ামত উল্লাহ ফরাজি, ওমর ফারুক আল মামুন,এম আর সেলিম, আহমেদ মুনির,মোঃ মামুন হোসেন, কবি বাদল হোসেন, কণ্ঠ শিল্পী শাওন কাজী, বাদক শিল্পী রিয়াজ আহমেদ, আবৃত্তি শিল্পী রোদেলা আহমেদ,ক্ষুদে বন্ধু পরশ, ক্ষুদে বন্ধু অর্নব,ক্ষুূদে বন্ধু আয়াজ, শিশু বন্ধু মেঘলা (৩), মোঃ নেয়ামত উল্লাহ,কবি নিজামী, বিশিষ্ট কলামিস্ট ও সাহিত্যিক এড মামুন হোসেন,দৈনিক বিজয় ক্রাইম রিপোর্টার কামরুজ্জামান, মোঃ নজরুল ইসলাম সরকার নয়ন দৈনিক বিজয়, কবি হাফিজা আক্তার সাথী, ক্ষুদে বন্ধু আব্দুল্লাহ আল যুবরাজ,তোফাজ্জল হোসেন কবি ও সাংবাদিক,সাইদুর রহমান সাংবাদিক নীল কণ্ঠ,ইমরান খাঁন জিহাদ হোসেন সিএনএন বাংলা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,এম আর হায়দার রানা কবি ও সাংবাদিক, মমিনুল হক পলাশ দৈনিক বিজয়, নাট্যকার ফজলুল হক পলাশ,কবি শাহাব উদ্দিন চলচ্চিত্রকার,ডাঃ কবি গোলাম মোহাম্মদ, শাহালম চিত্রশিল্পী,কবি সাংবাদিক মিতু মোর্শেদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: